muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

প্রকাশ্যে কাতার বিশ্বকাপের দ্বিতীয় থিম সং

কাতার বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল সাউন্ডট্র্যাক প্রকাশ করেছে ফিফা। থিম সংটির নাম ‘আরহবো’। গানটি গেয়েছেন কংগোলিস ফ্রেঞ্চ র‌্যাপার গিমস ও লাতিন জার্মানি-উইনিং, পুয়ের্তো রিকান শিল্পী ওজুনা।

ফিফার ইউটিউব চ্যানেলে শনিবার গানটি প্রকাশ পেয়েছে। তবে সকল মিউজিক প্ল্যাটফর্মে আগামী ২৬ আগস্ট গানটি ছাড়া হবে।

হিট-মেকিং সোলো আর্টিস্ট মাইত্রে গিমস ফ্রেঞ্চ একক চার্টে ৪বার শীর্ষে ছিলেন। তবে ফরাসি ভাষার মিউজিশিয়ান হিসেবে বিশ্বকাপে তিনিই প্রথম গায়ক। আর অসংখ্য পুরস্কারজয়ী শিল্পী ওজুনা লাতিন মিউজিকের আইকনিক তারকা।

এদিকে বিশ্বকাপের প্রথম থিম সংটি ছিল হায়া হায়া। গানটি গেয়েছিলেন ত্রিনিদাদ কারদোনা, দাভিদো ও আইশা। গত এপ্রিলে গানটি প্রকাশ পেয়েছিল। গানটি ইতোমধ্যে ইউটিউবে ১৬ মিলিয়নবার দেখা হয়েছে।

Tags: