মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগের নারী কর্মীর করা আলোচিত যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পায়নি তদন্ত কমিটি।
মিথ্যা অভিযোগ দিয়ে শিক্ষকের সম্মান ক্ষুন্ন করায় ওই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার সিন্ডিকেটের সভায় তদন্ত কমিটির সুপারিশ আলোচনা করে ওই সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ এ ফোরাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৫ সালের ২০ ডিসেম্বর বেগম রোকেয়া হলের এক আবাসিক শিক্ষকের বিরুদ্ধে ভাষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ও ছাত্রলীগকর্মী শাপলা খাতুন যৌন হয়রানির অভিযোগ এনে ভিসিকে লিখিত অভিযোগ দেন।
ভিসি এ ঘটনায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির গঠন করেন। ওই কমিটি তদন্ত শেষে যৌন হয়রানির কোনো প্রমাণ পায়নি।
প্রসঙ্গত, যৌন হয়রানির অভিযোগ এনে ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে টানা কয়েকদিন বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঘটনার শুরু থেকে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক জানান, অবৈধভাবে সিট চেয়ে না পাওয়া এবং ২০১৩ সালে অস্ত্র নিয়ে পরীক্ষা কক্ষে হামলা চালানোর ঘটনায় ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ করায় ছাত্রলীগ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/30-03-2016/মইনুল হোসেন