muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেশে এক দিনে সর্বোচ্চ ২৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত

চলতি বছরের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯৬ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরে ৪১ জন। এর আগে গতকাল (সোমবার) এক দিনে সর্বোচ্চ ২০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন। চলতি আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭০ জন।

মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকায় ৬০১ জন এবং ঢাকার বাইরে ১১১ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ১৯৮ জন।

Tags: