muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ইংরেজি এখন কেবল একটি ভাষা নয় একটি প্রযুক্তিও : নাহিদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইংরেজি এখন কেবল একটি ভাষা নয়, একটি প্রযুক্তিও। বিশ্বায়নের এ যুগে শিক্ষার বিশ্বমান নিশ্চিত করতে তাই তিনি নিজস্ব ভাষার পাশাপাশি ইংরেজিকে অবশ্যই গুরুত্ব দেয়ার আহবান জানান।

মন্ত্রী আজ ঢাকায় নায়েম মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫টি স্থানে মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষকদের জন্য আয়োজিত ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং (ইএলটি) কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে কথাও বলেন।
অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হক বক্তৃতা রাখেন।
শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান ক্লাসরুমে প্রয়োগের জন্য প্রশিক্ষণার্থী শিক্ষকদের প্রতি আহবান জানান।
খুলনা, রংপুর, যশোর, বরিশাল ও রাজশাহীতে ৫টি প্রশিক্ষণ কেন্দ্রে ১২ দিনব্যাপি ইএলটি কোর্সে ২০০ স্কুল শিক্ষক অংশগ্রহণ করেন। এটি এ ধরণের ২য় কোর্স। এর আগে ৫টি প্রশিক্ষণ কেন্দ্রে এ ধরণের প্রথম কোর্স সম্পন্ন করে ২০০ স্কুল শিক্ষক।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/30-03-2016/মইনুল হোসেন

Tags: