মো. আব্দুল জলিল, স্টাফ রির্পোটার : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধনু নদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মাহমুদা বেগম সাথী জানান, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের খিদিরপুর ও ডুবী এলাকায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি লংঘনের দায়ে সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর গ্রামের মৃত ইছমত আলীর ছেলে মোঃ হোসেন আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন৷
পরিবেশ বিধ্বংসং অবৈধ ড্রেজারে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী।