কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদ ব্রিজের কাছে তাদের মরদেহ ভেসে ওঠে।
মৃতরা হলো- ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু বলেন, বুধবার সকালে ব্রিজের কাছে দুইজনের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে শেখ রাসেলের নামে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। সেদিন বিকেল পৌনে ৬টার দিকে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তারাসহ তিনজন নিখোঁজ হয়। দুইজনের লাশ পাওয়া গেলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।