muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরে ডুবে খাদিজা (২) ও আনার (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খাদিজা গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে ও আনার একই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। তারা চাচাতো ভাই-বোন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল খাদিজা ও আনার। এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাচ্ছিলেন না। পরে বিকেল ৫টার দিকে পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।