চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে মো. শাহজাহান প্রধান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আলী আকবর পাটওয়ারীর মেয়ে ফারহানাকে বিয়ে করেন একই উপজেলার ভাটরা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শাহজাহান। ঘটনার কিছুদিন আগে থেকে শাহজাহান সৌদি আরব যাওয়ার জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা এনে দিতে বলেন।
২০০৯ সালের ৭ জুন বিকেলে শাহজাহানের সঙ্গে তার স্ত্রীর যৌতুক নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধর করেন শাহজাহান। এতে ঘটনাস্থলে ফারহানা মৃত্যু হয়। এ ঘটনায় ফারহানার ভাই ফারুক আহম্মদ পাটওয়ারী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।