muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

অবসরের পরও অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন বেনজীর

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। নিরাপত্তাজনিত কারণে অবসরের পরও তার সঙ্গে ও বাড়িতে সার্বক্ষণিক পুলিশ পাহারার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার বাড়িতে এবং সঙ্গে একটি গাড়িতে সাদা পোশাকে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী মোতায়েনে ব্যবস্থা নিতে হবে।

Tags: