মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজন মৃধা নিহতের ঘটনায় শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা শাহবাগের সড়ক অবরোধ করেন। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।
আধ-ঘণ্টার বেশি অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে এসে সুজন নিহতের প্রতিবাদে স্লোগান দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ বিরঙ্গল মাদ্রাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থী আব্দুল মোতালেব মৃধা ও আয়ুবালী ফকিরের নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। গুলিতে শিক্ষার্থী সুজন মৃধা গুলিবিদ্ধ হন। আশংকাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সুজন মৃধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।