দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ও কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আজ মঙ্গলবার সকাল ১১টায় তিনি বড়পুকুরিয়া খনির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দেশি ও চীনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
চীনা রাষ্ট্রদূত লি জিমিং বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সেখানে মতবিনিময় করেন। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকার, তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এস এম ওয়াজেদ আলী সরদার, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, এক্স এম সির চিনা কর্মকর্তা চাও চিহু, ঊ, ছাং ইয়ুয়ে, লি তা হাই, চাং লি চি, লিউ ফাংসহ খনির অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে রাষ্ট্রদূত তাপ বিদ্যুৎকেন্দ্রে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং পরে তিনি সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশে রওনা দেন।