শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি পরীক্ষার সময় যেন দীর্ঘায়িত না হয়, এ জন্য পরীক্ষার সংখ্যা কমিয়ে আনার কাজ চলছে। পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই পরীক্ষা শেষ হওয়া উচিত বলে মনে করেন তিনি।
আজ রোববার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের কাছে এ কথা বলেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলেও হলের ভেতরে ঢোকেননি তিনি।
ইউপি নির্বাচনের সংহিসতা এইচএসসি পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, ইউপি নির্বাচনের দিন কোনো পরীক্ষা রাখা হয়নি, তাই কোনো সমস্যা হবে না।
আজ সকালে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮। গত বছরের চেয়ে তা এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছয় লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং পাঁচ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/03-04-2016/মইনুল হোসেন