মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- জাতীয় চলচ্চিত্র দিবসের সকাল থেকেই আজ এফডিসিতে উৎসবমুখর পরিবেশ। ছবির পোস্টার দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। আলোকসজ্জা তৈরি করেছে বাড়তি আগ্রহ। তবে একটি বিষয়ে তৈরি হয়েছে অসন্তোষ, ছবির পোস্টারের মধ্যে নতুন তারকাদের কোনো পোস্টারই নেই।
এমনকি অনেক সিনিয়র তারকাদের ছবিরও কোনো পোস্টার নেই। তারকাদের বেশ কয়েকজন এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এ বিষয়ে নায়ক ওমর সানি বলেন, ‘এখানে শুধু ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত ছবির পোস্টার আছে। অথচ আমাদের সম-সাময়িক কোনো শিল্পীর কোনো পোস্টার নেই। কোনো অনুষ্ঠান হলেই আমাদের ডাকা হয় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, অথচ আমাদের সময়কার কোনো ছবির পোস্টার এখানে ব্যবহার করা হয়নি। বিষয়টি নিয়ে আমরা কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নায়ক শাকিব খানের প্রসঙ্গে বলা হয় যে তিনিই ধরে রেখেছেন এখনকার চলচ্চিত্র, অথচ তাঁর কোনো ছবির পোস্টারও নেই!’
একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা বলেন, ‘আমি তো একসময় হিট ছবি উপহার দিয়েছি। আমার কোনো ছবি নেই কেন? আমি কর্তৃপক্ষকে বলেছি, যদি আমার কোনো ছবির পোস্টার আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে পোস্টার নিতে পারেন। আমি ব্যবস্থা করে দেব। তারা তাও করেনি। তা ছাড়া বর্তমান সময়ের কোনো পোস্টারও নেই। আমার পোস্টার না হয় পাওয়া যায় না, কিন্তু এখন যে ছবি মুক্তি পাচ্ছে তার পোস্টার কেন টাঙানো হয় না। আমরা নিজেরাই যদি নিজেদের সম্মান না করি, তাহলে নতুনরা কীভাবে ভালো কাজ করবে?’
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/03-04-2016/মইনুল হোসেন