কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো. জিল্লুর রহমান চেয়ারম্যান পদে আবারও জয়লাভ করেছেন। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৯৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৮ ভোট।
নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শামীম আলম মুক্তিযোদ্ধার কণ্ঠকে ভোটের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শামীম আলম বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, দিনের প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। বেলা ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জেলার সবকটি ভোটকেন্দ্র ছিল সিসি ক্যামেরার আওতায়। কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন ভোটাররা।
রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে একজন এবং সাধারণ আসনের সদস্য পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদ ছাড়া সংরক্ষিত আসনের মহিলা সদস্যের ৪টি পদ এবং সাধারণ আসনের সদস্যের ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনের মোট ভোটার ছিলেন ১৫৪৮ জন। তাদের মধ্যে ১৫৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ৭টি ভোট।