muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ও ভুভুজেলা নিষিদ্ধ

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ও ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই দিন বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। সন্ধ্যা ৬টার মধ্যে খালি করতে হবে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা। তিনি বলেন, পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক ক্লোজড সার্কিট ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

আসাদুজ্জামান খান বলেন, আগের অভিজ্ঞতা থেকে আমরা এবার বেশ সতর্কতা অবলম্বন করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/03-04-2016/মইনুল হোসেন

Tags: