muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভোটে সমান, লটারিতে বিজয়ী

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলায় দুই সদস্য প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বিধি মোতাবেক লটারির মাধ্যমে জয়–পরাজয় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে এ ফলাফল নির্ধারণ করা হয়। এতে জেলার ১২ নম্বর সাধারণ ওয়ার্ড (ভৈরবে) মো. জাকির হোসেন বিজয়ী হন।

লটারির সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল আলম ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সোমবার অনুষ্ঠিত নির্বাচনে কাইসার আহম্মেদ ভূঞা (ঘুড়ি) ও মো. জাকির হোসেন (তালা) উভয়ে সমানসংখ্যক ৫১ ভোট পান। পরে মঙ্গলবার নির্বাচনী নিয়ম ও বিধি মোতাবেক লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

ভৈরব উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার ১১১ জন।  নির্বাচনে ১০৮ জন ভোটার ভোট প্রদান করেন।

Tags: