muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

তিন বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা শুরু

২১ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অভ্যন্তরীণ তিন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম স্বাভাবিক হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর সোমবার বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।

আবহাওয়া জনিত কারণে অভ্যন্তরীণ রুটের ৩ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল করা হয়।

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সোমবার চার সমুদ্রবন্দরকে বিপদ সংকেত দেখাতে বলা হয়। সন্ধ্যায় এ ঝড় উপকূলে আঘাত হানার সময় ভারি বর্ষণ ও জলোচ্ছ্বাস দেখা দেয়। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলে রাতেই সংকেত নামিয়ে আনে আবহাওয়া অফিস।

Tags: