muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

সাজেদা চৌধুরীর আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে শাহদাব আকবর লাবু পেয়েছেন ৬৮ হাজার ৮১৪ ভোট। অন্যদিকে, খেলাফত আন্দোলনের প্রার্থী বটগাছ প্রতীকের বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

এদিকে, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ফরিদপুর-২ আসনের রিটার্নিং অফিসার মো. হুমায়ূন কবির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

Tags: