গ্রেপ্তার জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদেকে দুই দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগে রোববার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম রোববার এ আদেশ দেন।
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নেয়ার পর রোববার সকালে লঞ্চে করে ঢাকায় ফেরেন সুলতানা। ঢাকা সদরঘাট থেকে গাড়িতে করে গুলশানের বাসার দিকে রওনা হওয়ার পর র্যাব-৩ এর একটি দল তাকে আটক করে।
পরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় পল্টন থানায় সোপর্দ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম পরে সুলতানাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এস আই শওকত আহমেদ রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে সুলতানার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
সুলতানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগ আনা হয়েছে সেখানে।