muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

নিরাপত্তা পরিষদ চাইলে বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন, নিরাপত্তা পরিষদের কাছ থেকে আদেশ না পেলে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তার মাথা ঘামানোর সুযোগ নেই। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোয়েন লুইস বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই। নিরাপত্তা পরিষদের কাছ থেকে আদেশ না পেলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর সুযোগ নেই। তবে বাংলাদেশ সরকার বা নিরাপত্তা পরিষদ চাইলে নির্বাচনে সহযোগিতা দেবে জাতিসংঘ।’

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রাধিকার হওয়া উচিত। মিয়ানমারের জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গেও আমি যোগাযোগ করছি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ফান্ড বাড়ানোর জন্য আলোচনা চলছে। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ চ্যালেঞ্জিং হচ্ছে।’

জাতিসংঘের আবাসিক দূত বলেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮০০ শান্তিরক্ষী রয়েছে। সেখানে বাংলাদেশের ৫০০ নারী শান্তিরক্ষী রয়েছে। এটা খুব ইতিবাচক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।

Tags: