muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

অতি উৎসাহী সরকারি কর্মকর্তাদের তালিকা হচ্ছে : প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অতি উৎসাহী সরকারি কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে। পুলিশ সদস্যরা বিনা উসকানিতে বিএনপিসহ জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বিচার গুলি করে হতাহত, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন চালাচ্ছেন। সরকারের পতন ঘটিয়ে এসব পুলিশ কর্মকর্তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপির কর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ ছাড়া জেলা শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জাহাঙ্গীর আলম মোল্লাসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।