স্বাধীনতা কাপে দাপুটে জয়ে শুরু করল বসুন্ধরা কিংস। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ১৪-০ গোলে উড়িয়ে দিল অস্কার ব্রুসনের দল।
আজ সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ জয় পায় বসুন্ধরা কিংস। এ প্রতিযোগিতায় এটিই তাদের সর্বোচ্চ ব্যবধানের জয়।
দলের হয়ে ডোরিয়েলটন একাই ডাবল হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিক করেছেন রবসন। এছাড়া একটি করে গোল করেন বিপলো, কাজী, মিগুয়েল, জনি ও ইয়াসিন।
এর আগে গত আসরে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ গোলে হারিয়েছিল কিংস। আর ২০১৬ আসরে আবাহনী লিমিটেড সেমিফাইনালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৬ গোল দিয়েছিল।
Tags: