muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘তদন্ত কার্যক্রমে সন্তুষ্ট নই’ বললেন ফারদিনের বাবা

আইনের প্রতি আস্থা থাকলেও তদন্ত কাজে সন্তুষ্ট নন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নূরউদ্দিন রানা। আজ সোমবার বুয়েটের শহীদ মিনারে শিক্ষার্থীদের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

কাজী নূরউদ্দিন রানা বলেন, ‘আমার সন্তান ৫ তারিখে নিখোঁজ হওয়ার পরদিন সাধারণ ডায়েরি (জিডি) করি। এরপরের দুদিন কী তদন্ত করেছে সেটা আমরা জানি না। আইনের প্রতি আস্থা থাকলেও তদন্ত কার্যক্রমে সন্তুষ্ট নই।‘

তিনি আরও বলেন, ‘ফারদিন মাদকাসক্ত ছিল না। ধূমপানও করতো না। যে ধূমপানই করতো না তার ফেনসিডিলে আসক্ত হওয়ার কথা নয়। তার মাকে তাকে যে কথা বলতো সেটা রাখতো। তার মাকে বলেছিল ক্লাস ও পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরবে।’

মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীরা বলেন, যতদিন না হত্যাকাণ্ডের বিচার না হয় ততদিন তারা ফারদিনের পরিবারের পাশে থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের মুখপাত্র জানান, নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ফেসবুকের কোনো পেজ বা গ্রুপের অ্যাডমিন ফারদিন ছিল না।

Tags: