muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা মুক্ত, পাবনায় স্বজনদের মাঝে স্বস্তি

মামুনুর রহমান,পাবনা্‌

অপহরণের ১৮ দিন পর অবশেষে অক্ষত ও সুস্থ্য দেহে ফেরত পাওয়া গেছে আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা আলহাজ্ব শওকত আলী (৫০) ও সিরাজুল ইসলাম সুমন (৩৫) কে৷ আর এ খবর তাদের নিজ জেলা পাবনায় স্বজনদের কাছে আসার পর পরিবারে বইছে আনন্দের বন্যা৷

উদ্বেগ-উত্কন্ঠার অবসান ঘটেছে৷ সুমন পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের এজেম উদ্দিন প্রামানিকের ছেলে৷ অপরজন আলহাজ্ব শওকত আলীর বাড়ি জেলার ফরিদপুর উপজেলার হাঙরাগাড়ি গ্রামে৷

ব্র্যাকের ঢাকা অফিসের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবির সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোরে তারা দু’জইে ছাড়া পেয়ে কাবুলে ব্র্যাকের অফিসে ফিরেছেন৷ তারা সুস্থ্য আছেন, তবে শারীরিকভাবে কিছুটা দুর্বল৷ স্থানীয় নেতাদের সহায়তায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ভোরে তারা অক্ষত অবস্থায় মুক্তি পেয়ে তারা ব্র্যাকের কাবুল অফিসে ফিরেছেন৷
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাজী শওকতের ভাই সরকার মোহাম্মদ আলী জানান, সোমবার বিকেল তিনটার দিকে ব্র্যাকের তরফ থেকে আমাদের বলা হয়েছিল, ‘আজ একটা ভাল সংবাদ আপনারা পাবেন৷’ কিন্তু কি সেই ভাল সংবাদ তা বিস্তারিত বলে নাই৷ পরে সন্ধ্যায় আমাকে ফোন করে ব্র্যাক থেকে জানানো হয় আমার ভাই হাজী শওকত সুস্থ্য দেহে উদ্ধার হয়েছেন৷ সন্ধ্যা সাড়ে সাতটার পর আমার ভাইয়ের সাথে ফোনে ৩০ সেকেন্ডে মতো কথাও হয়েছে৷ তিনি শুধু বলেছেন, ‘আমি জীবিত আছি’ এই বলে হাউমাউ করে কেঁদে ফেলেন৷ এরপর থেকে আমাদের পরিবারের সবার মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে৷ এখন আমরা চাই আমার ভাইকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক৷

অপরদিকে সিরাজুল ইসলাম সুমনের স্ত্রী লতা খাতুন বলেন, আমার স্বামীকে উদ্ধার করা হয়েছে-এই খবর পেয়ে আমি খুবই খুশি৷ সকাল সাড়ে নয়টার দিকে ফোনে কয়েক সেকেন্ড তার সাথে আমার কথা হয়েছে৷ তিনি শুধু আমাকে বলেছেন ‘আমি ছাড়া পেয়েছি, ভাল আছি, পরে কথা বলবো’৷ এরপর থেকে আবার তার সাথে কথা বলার জন্য অপেক্ষায় আছি৷ তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক, এইটুকুই চাই৷

পাবনা সদর উপজেলার দুবলিয়া পুরাতনপাড়া গ্রামের এজেম উদ্দিন খানের ছেলে সিরাজুল ইসলাম সুমন বেসরকারী সংস্থা ব্র্যাকে চাকুরী করেন গত ১০ বছর ধরে৷ আর আফগানিস্তানে আছেন ৪ বছর ধরে৷ আর আলহাজ্ব শওকত আলীর বাড়ি জেলার ফরিদপুর উপজেলার হাঙরাগাড়ি গ্রামে৷ তার বাবার নাম মৃত মোস্তাক হোসেন৷ শওকতের মা ও স্ত্রী-সন্তান থাকেন ঢাকার উত্তরায়৷
প্রসঙ্গত: গত ১৭ মার্চ আফগানিস্তানের কন্দুজ থেকে বাগলান এলাকায় যাওয়ার পথে অস্ত্রের মুখে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমনকে অপহরণ করে বন্দুকধারীরা৷

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/06-04-2016/মইনুল হোসেন

Tags: