কমিটি গঠন ছাড়াই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ডাক বাংলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরে বিকালে জেলা পরিষদের অডিটরিয়ামে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও তা নিয়ে মতানৈক্য দেখা দেয়। শেষ পর্যন্ত কমিটি গঠন ছাড়াই শেষ হয় সম্মেলন। এ অবস্থায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল।
বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, কাজী মাজহারুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ।