muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পদ্মা-মেঘনা নদীর নামে হচ্ছে দুই বিভাগ

পদ্মা ও মেঘনা নদীর নামে দেশের দুই বিভাগের নামকরণের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী রোববার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকার সভায় যেসব বিষয় রাখা হয়েছে, তাতে রয়েছে এই বিষয়টিও।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আগামী ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হওয়ার কথা রয়েছে। এই সভার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব ওঠার কথা রয়েছে।

এই দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হলে দেশে বিভাগের সংখ্যা হবে ১০টি। তখন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আয়তন ছোট হয়ে যাবে।

ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী আলাদা করে গঠন হবে পদ্মা বিভাগ।

আর চট্টগ্রাম বিভাগকে থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন হবে মেঘনা বিভাগ।

দেশে এখন পর্যন্ত যে আটটি বিভাগ রয়েছে তার প্রতিটিই অঞ্চলের প্রধান জেলার নামে করা হয়েছে। এবারই প্রথম জেলার নাম ছাড়া হচ্ছে প্রশাসনিক এই ইউনিটের নাম।

Tags: