দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার জহুরুল হক বলেছেন, দুদক কেবল চুনোপুঁটিই ধরে না, বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়ালও ধরেছে।
দুদকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে সংস্থার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় দুদক বিভিন্ন দেশ থেকে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করেছে উল্লেখ করে তিনি বলেন, দুদক ২০২০ সালে আটটি ও ২০২১ সালে ১৩টি মামলা দায়ের ও ২০২০ সালে চারটি ও ২০২১ সালে একটি মামলার চার্জশিট দিয়েছে। যেসব মামলার চার্জশিট হয়েছে আমার বিশ্বাস সেগুলোর ৮০ ভাগ ফলাফল আমাদের পক্ষে আসবে।
সাংবাদিকদের উদ্দেশে দুদক কমিশনার আরও বলেন, আমরা করছি না তা না, আমরা এগোচ্ছি। সব খবর আপনাদের কাছে যায় না। অথবা সব খবর আপনারা প্রচার করেন না। আপনারা সব সময় বলেন, দুদক কেবল চুনোপুঁটি ধরে। কিন্তু কতগুলো রাঘববোয়াল ধরেছে, আপনারা দেখেছেন কখনো। দুদক বিশ্ব রেকর্ড করার মতো রাঘববোয়ালও ধরেছে।
মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়ায় কারণে অর্থপাচারের তথ্য পেতে দেরি হয়। যেসব উন্নত দেশ ট্রান্সপারেন্সির কথা বলে তারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করে না। অর্থপাচার বিষয়ে অন্য দেশগুলো তথ্য দিতে চায় না। আর আমরাও সরাসরি ওই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে পার না। আমাদের অন্য সয়স্থা বা মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে যোগাযোগ করতে হয়। এজন্য বিলম্ব হয়, তখন মনে হয় দুদক কিছু করছে না।