muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিশ্বকাপ থেকে স্বাগতিকদেরই প্রথম বিদায়

বাঁচা মরার লড়াই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক কাতার ও সেনেগান। কিন্তু ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য রেখেছে সেনেগাল। কাতারের ভুলে খুলে গেল গোলপোস্টের আগল। দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল স্বাগতিকরা। তবে শেষ দিকে আরেকটি গোল করে তাদের সম্ভাবনা ভেস্তে দিল আফ্রিকার দেশটি। দারুণ জয়ে বাঁচিয়ে রাখল নকআউট পর্বে যাওয়ার আশা।

দোহার আল থুমামা স্টেডিয়ামে আজ শুক্রবার বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে সেনেগাল। প্রথমার্ধে ফরোয়ার্ড বোলায়ে দিয়ার গোলে এগিয়ে যায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ফরোয়ার্ড ফামাহা ডিডিউ। শেষদিকে একটি গোল শোধ করেন কাতারের মোহাম্মেদ মুনতারি। তবে কিছুক্ষণ পর সেই ব্যবধানও ঘুচিয়ে দেন সেনেগালের ফরোয়ার্ড বাম্বা দিয়েং।

এর আগে উদ্বোধনী দিনে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছিল কাতার। আর নেদারল্যান্ডসের সঙ্গে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে সেনেগাল। ফলে দুই ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট হলো সেনেগালের। সমান পয়েন্ট আছে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের দখলেও। তবে পরের দুই দল ম্যাচ খেলেছে ১টি করে। অন্যদিকে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে স্বাগতিক কাতারের বাদ পড়া অনেকটাই নিশ্চিত হয়ে গেল।।

এবারই প্রথম কোনো ফুটবল ম্যাচে মুখোমুখি হলো কাতার ও সেনেগাল। প্রথমবারেই কাতারকে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে আফ্রিকার দলটি। শুরুতে বল দখল আর আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল তাদের। আর কাতার ব্যস্ত ছিল রক্ষণ সামলাতে। এমনকি নিজেদের অর্ধ থেকেই বের হতে পারছিল না প্রথমবারের মতো স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলা এই দলটি। উল্টো প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে সেনেগাল।

Tags: