muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আবাসিক এলাকায় অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল উচ্ছেদে ছাড় দেবে সরকার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আবাসিক এলাকায় অননুমোদিতভাবে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল উচ্ছেদের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী খন্দকার মোশাররফ।

তিনি বলেন, আবাসিক এলাকায় গড়ে উঠা স্কুল-কলেজ যদি সেবামূলকভাবে পরিচালিত হয় তবে আমরা সেগুলোকে রাখব। তবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হলে সেগুলো উচ্ছেদ করা হবে। এসব প্রতিষ্ঠান সেবামূলক না বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে তা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

গত সোমবার মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নগর এলাকার আবাসিক প্লট ও ভবনের বাণিজ্যিক স্থাপনা সরাতে ছয় মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বাণিজ্যিক স্থাপনা সরাতে না পারলে তা উচ্ছেদ করা হবে।

স্থানীয় সরকার বিভাগের একটি প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/07-04-2016/মইনুল হোসেন

Tags: