muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সমাজকল্যাণ পরিষদের অনুদানের অর্থ বণ্টন সম্পর্কে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের অর্থ কিভাবে এবং কাদের মধ্যে বণ্টন করা হয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুর আগে ও পরে কত টাকা বণ্টন করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত জানাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, ডা. মো. হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হতে উপপরিচালক পদে পদোন্নতির দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পদোন্নতি না হওয়া পর্যন্ত উপপরিচালক পদে উক্ত কর্মকর্তাদের চলতি দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন মৈত্রী শিল্প ও প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স গঠনের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/07-04-2016/মইনুল হোসেন

Tags: