muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিসৌধ উদ্বোধন

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। স্মৃতিসৌধে সৈয়দ নজরুল ইসলামের বিশাল একটি ভাস্কর্য রয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া-বড়পুল মোড়ে নির্মিত স্মৃতিসৌধটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় এক কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

স্মৃতিসৌধ উদ্বোধনের সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, নারী ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিদের সঙ্গে নিয়ে এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Tags: