muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলকায় আগামী তিন দিনে আরও একটি লঘুচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজধানীর তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।