মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার জ্বালানি তেলের মূল্য কমালে পরিবহন ভাড়াও কমানো হবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের (বিআরটিএ) সদর দফতরে এ সংস্থার মিরপুর, ইকুরিয়া ও উত্তরা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
বিদ্যুৎ,খনিজ-সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী তেলের দাম কমানোর যে আভাস দিয়েছেন তা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,‘আমাদের দেশে পরিবহনের ভাড়া বাড়ানোর উদাহরণ থাকলেও কমানোর কোনো উদাহরণ নেই।’
এ ক্ষেত্রে তিনি ঘোষণা দেন,‘ জ্বালানি তেলের দাম ১ টাকা কমলে পরিবহন ভাড়াও কিলোমিটার প্রতি ১ পয়সা করে কমানো হবে’। তবে পরিবহন ভাড়ার বিষয়টি কত কমানো হবে তা নির্ভর করছে জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি কত কমবে তার ওপর অর্থাৎ তেলের দাম যতো টাকা কমবে পরিবহন ভাড়াও ততো পয়সা করে কমবে,এটা বিআরটিএ’র নিয়ম বলে মন্ত্রী উল্লেখ করেন।
এদিকে এ বৈঠক থেকে ডিজিটাল নম্বর প্লেট লাগানোর সময় আরো এক মাস বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এ ঘোষণা অনুযায়ি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ডিজিটাল নম্বর প্লেট লাগানো যাবে। গত ৩১ মার্চ এ সময়সীমা শেষ হলে,সব পরিবহনেই নম্বরপ্লেট লাগানোয় সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী।
তিনি বলেন, ৩১ মার্চ পর্যন্ত ১২ লাখ ২০ হাজার ৫১০ সেট নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ তৈরি করা হয়।এরমধ্যে ৮ লাখ ৪০ হাজার ১শ’৫৩ সেট উতোমধ্যেই সংযোজন করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/07-04-2016/মইনুল হোসেন