মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- মালিকের অবহেলার কারণেই রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশের অনেক শিল্প ও কারখানা মালিকদের প্রয়োজনীয় জ্ঞান নেই। তাঁরা কারখানার নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকেন।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক জোটের ১৮তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমি অনেক কারখানায় গিয়ে দেখেছি হাজার হাজার মেয়ে কাজ করে। কিন্তু প্রয়োজনীয় শৌচাগার নেই। যাও বা আছে সেটাও নোঙরা। শ্রমিকেরা প্রচণ্ড গরমে কাজ করলেও অনেক মালিক প্রয়োজনীয় ফ্যান রাখেন না। অথচ মালিক ও শ্রমিক পরস্পরের পরিপূরক। মালিকদের উচিত শ্রমিকদের কষ্ট বোঝা, প্রয়োজনে তাঁদের সঙ্গে খাওয়া। আর শ্রমিকদেরও কারখানা ধ্বংস হয় এমন সব কাজে না গিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার কাজ করা উচিত। এ সময় প্রতিমন্ত্রী শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের পাশাপাশি মালিকদের কল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। গৃহকর্মীদের জন্য সরকার নীতিমালা করছে জানিয়ে তিনি বলেন, আগে নিজেদের ঘর থেকে মানবাধিকার শুরু করতে করতে হবে।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক আরো বলেন, শ্রমিকদের চিকিৎসার জন্য টঙ্গীতে ৩০০ শয্যার একটি হাসপাতাল হবে।
এ ছাড়াও সম্মেলনের সভাপতি জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রমিক জোটের সহ সভাপতি আবদুল ওয়াহেদ, আবদুল্লাহ মহিউদ্দিন, এমদাদুল হক সিকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদসহ জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতারা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/08-04-2016/মইনুল হোসেন