muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার

কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এ জয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়ে শেষ করলেন লুকা মদ্রিচরা। আর রূপকথার জন্ম দেওয়া মরক্কো চতুর্থ হয়ে শেষ করল।

শনিবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। তবে হারলেও ছেড়ে কথা বলেনি আফ্রিকার দেশটি।

আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের ফ্রি-কিক থেকে ইভান পেরিসিচ হেডে বল বাড়িয়ে দেন। সেখান থেকে চমৎকার ডাইভিং হেডে গোলটি করেন ইয়োস্কো গাভারদিওল।

তবে সমতায় ফিরতে মাত্র ১২০ সেকেন্ড নেয় মরক্কো। এবার হাকিম জিয়াশের ফ্রি-কিক লভরো মাইয়ের মাথা ছুয়ে বক্সের কাছে আসলে সেখান থেকে হেডে গোল করেন আশরাফ দারি।

বিরতির কিছুক্ষণ আগে অবশ্য ফের লিড নেয় ক্রোয়েশিয়া। ৪২তম মিনিটে মিসলাভ অরসিচের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ক্রোয়াটরা। ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সতীর্থের পা ঘুরে বক্সের ডান দিকে পেয়ে যান অরসিচ। প্রথম ছোঁয়ায় নেন কোনাকুনি শট, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

বিরতির পর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। ক্রোয়েশিয়াও বেশ কয়েকবার সুযোগ তৈরি করে। তবে গোল গোল না হলে শেষ অবধি ২-১ ব্যবধানে জয়ে নিয়েই মাঠ ছাড়ে দালিচের শিষ্যরা।

Tags: