ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর সেই মেয়ের নাম রাখা হয়েছে আজেলিয়া জয় পার্সি।
নিজ নির্বাচনী এলাকার স্থানীয় হ্যামস্টেড রয়েল ফ্রি হাসপাতালে আজ শনিবার জন্ম নেয়া নবজাতক এবং মা টিউলিপ দু’জনেই সুস্থ আছেন। এদিকে প্রথম সন্তানের মা হওয়ার আনন্দে প্রচণ্ড খুশি টিউলিপ। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন টিউলিপ নিজেই।
ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এই সংসদ সদস্য প্রথম সন্তানের মা হওয়ায় খুশির বন্যা বইছে বঙ্গবন্ধু পরিবারে।
২০১৫ সালের সাধারণ নির্বাচনে টিউলিপ লেবার দল থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়। পরে ছায়া মন্ত্রিসভার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি হিসেবেও মনোনীত হয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালে টিউলিপ সিদ্দিক সেন্ট জনস পার্সি’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে সময় টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/09-04-2016/মইনুল হোসেন