মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, আসন্ন বাজেটের মৌলিক উদ্দেশ্য হল সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, জিডিপি বাড়ানো এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করা।
তিনি বলেন, আসন্ন বাজেটে দেশের মানুষের অর্থনৈতিক সামর্থ ও কল্যাণের বিষয়টি বিবেচনা করা হবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজনে সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান একথা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেটে সৎ ব্যবসায়ীরা উপকৃত হবেন। রূপকল্প-২০২১ বাস্তবায়ন করতে অসৎ ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
নজিবুর রহমান বলেন, সরকার আগামী বাজেটে সামাজিক খাতের মধ্যে- কৃষি, বিদ্যুৎ,যোগাযোগ, মানব সম্পদ, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি এবং শিক্ষাসহ বিভিন্ন বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি নুর নেওয়াজ সেলিম, সৈয়দ জামাল আহমেদ,এনবিআর সদস্যদের মধ্যে ফরিদ উদ্দিন, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, পারভেজ ইকবাল, চট্টগ্রাম চেম্বারের সব পরিচালক ও কাস্টম কমিশনারগণ আলোচনায় অংশ নেন।
এছাড়া, এনবিআর চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আরেকটি প্রাক-বাজেট আলোচনা সভায়ও অংশগ্রহণ করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/09-04-2016/মইনুল হোসেন