muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান

কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনারোধে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।
রোববার দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড থেকে রায়পুরার নীলকুঠি মহাসড়কের বিভিন্ন স্থানে কঠোর অবস্থান ও দ্রুত গতির যানবাহন শনাক্ত করতে স্পিডগান ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন যানবাহন ও মোটরবাইকের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫ মামলায় ৪৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নিলকুঠী বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনারোধে সিএনজিচালক ও শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা করে ভৈরব হাইওয়ে পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক (পিপিএম) পরিবহন শ্রমিকদের সঙ্গে মহাসড়কে দুর্ঘটনারোধে নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, এসআই মো. নূর, এএসআই কাঞ্চন সরকার।

Tags: