প্রশাসনের সকল কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রেখে কিশোরগঞ্জের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন ডিসি।
মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কিশোরগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। আমি কিশোরগঞ্জে যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক বজায় থাকবে।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি ২৫ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তার নিজ জেলা ময়মনসিংহ।