muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

খালেদা জিয়া ও মির্জা ফখরুল এর ‘ভুল শোকবার্তা’ প্রত্যাহার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- নিজেদের দলীয় নেতা ও সাবেক এক সংসদ সদস্যকে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ‘ভুল শোকবার্তা’ প্রত্যাহার করেছে দলটি।

আজ সোমবার বিকেলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খানের মৃত্যুর খবর জানিয়ে এক শোকবার্তা দেওয়া হয়। পরে আরেক বিবৃতিতে তা নিয়ে সংশোধনী দিয়ে বলা হয়, ওই নেতা আসলে মারা যাননি।

বিএনপির সহদফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত প্রথম বিবৃতিটি গণমাধ্যমে আসে বিকেল ৪টা ১২ মিনিটে। এরপর একই নেতা স্বাক্ষরিত আরেকটি বিবৃতি আসে বিকেল ৫টা ২৭ মিনিটে।

BNP-1_somoyerkonthosorপ্রথম বিবৃতিতে বলা হয়, ‘চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান গতকাল রাত দেড়টায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘আজ এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন,আলমগীর হায়দার খানের মৃত্যুতে চাঁদপুরবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

এতে আরও বলা হয়, ‘বেগম জিয়া মরহুম আলমগীর হায়দার খান এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।’

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আলমগীর হায়দার খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।’

প্রথম বিবৃতির প্রায় সোয়া এক ঘণ্টা পর আরেকটি বিবৃতি আসে গণমাধ্যমে। আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে নিজেদের দলের নেতার মৃত্যু খবর নিয়ে সংশোধনী পাঠানো হয়।

BNP-2_somoyerkonthosor

দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, ‘চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান গতরাতে মৃত্যুবরণ করেছেন মর্মে খবর পেয়ে আমরা আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকবার্তা বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করেছিলাম। বাস্তবে তিনি এখন এ্যাপোলা হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে ইউনাইটেড হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেন।’

বিবৃতিতে আব্দুল লতিফ জনি বিবৃতিতে বলেন, ‘অনাকাঙ্খিতভাবে ভুল তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা পাঠানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সমগ্র দেশজুড়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

উল্লেখ্য, এর আগে ১০ এপ্রিল নয়াপল্টন দফতর থেকে জানানো হয়েছিল, প্রেসক্লাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি প্রোগ্রাম রয়েছে। এর কিছুক্ষণ পর আবার জানানো হয়- ‘দুঃখিত প্রোগ্রামটি ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে’।

এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ দলটির নেতারা। তাদের দাবি- দায়িত্বে অবহেলার কারণে প্রায়শ এমন ঘটনা ঘটে। কাণ্ডজ্ঞানহীন এমন আচরণের সমালোচনাও করেছেন অনেক নেতা।

তাদের দাবি, দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষ লোকদের দায়িত্ব না দেয়ায় এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/11-04-2016/মইনুল হোসেন

Tags: