মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া ৭২টি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত সপ্তাহে মি. আনামের পক্ষে একটি রিট আবেদন করা হয়।
আজ তার পূর্ণাঙ্গ শুনানি শেষে এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ৭২টি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘সেনা-গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া সংবাদ যাচাই না করে ছাপিয়ে’ তিনি ভুল করেছেন- একটি টিভি অনুষ্ঠানে মাহফুজ আনাম সম্প্রতি এ কথা বলার পরপরই এ নিয়ে ব্যাপক বিতর্ক-আলোচনা শুরু হয় বাংলাদেশে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে এমন দাবি করে এর পর তার বিরুদ্ধে সারা দেশে সবমিলিয়ে ৮৩টি মানহানির মামলা ও ১৬ রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও রয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/11-04-2016/মইনুল হোসেন