muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

লুর কাছেও র‌্যাবের প্রসঙ্গ তুলবেন মোমেন

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর সঙ্গে বৈঠকেও এ প্রসঙ্গ তোলা হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মোমেন।

ডনাল্ড লু ভারত সফর করে শনিবারই বাংলাদেশে আসছেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের যে প্রতিক্রিয়া, তা নিয়ে সরকারে অস্বস্তি আছে কিনা কিংবা সে বিষয়টি লুর কাছে তোলা হবে কিনা, সেই প্রশ্ন মোমেনকে করেন এক সাংবাদিক।

জবাবে তিনি বলেন, আমাদের কোনো অস্বস্তি নেই৷ অন্যরা যদি পরামর্শ দেয়, তা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে তা আমরা গ্রহণ করব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরামর্শ দিলেই তো হবে না, বাস্তবায়নও একটা বড় বিষয়। আমরা বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেব।
গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাবসহ এই বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

এরপর বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হলেও যুক্তরাষ্ট্রের সাড়া মেলেনি।

লুর সফর নিয়ে প্রশ্নে মোমেন বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।

আমাদের একটা অনুরোধ থাকবে তাদের প্রতি যে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিৎ।

Tags: