মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো। আকাশ পথে হেলিকপ্টারযোগে সম্ভাব্য সব স্থানে নজরদারি অব্যাহত রাখা হবে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় রমনা বটমূলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছরই দেশব্যাপী ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যকে সমন্বিত রেখে পালিত হয় বাংলা নববর্ষ। এবারও এর ব্যতিক্রম নয়। এবার রাজধানীর ৭০টি স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সে অনুযায়ী র্যাবও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
বেনজীর আহমেদ বলেন, বাংলা নববর্ষে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণত ভিড় বেশি থাকে। তাই এই এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর বেশি জোর দেয়া হচ্ছে। আমাদের পুরো রাজধানীর নিরাপত্তা দেয়ার সক্ষমতা রয়েছে তবে জনবল কম। কারণ র্যাব এলিট ফোর্স সে অনুযায়ী রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা দেয়ার পরিকল্পনা করেছে র্যাব। নিরাপত্তা ব্যবস্থায় আমরা দেশের ১৬ কোটি মানুষের চোখের দৃষ্টি ও শ্রবন শক্তি চাই। যাতে করে কোনো ক্রিমিনাল পালিয়ে যেতে না পারে। কোনো ধরণের অপরাধ কর্মকাণ্ড ঘটাতে না পারে।
তিনি আরো বলেন, আমরা পুরো রাজধানীর সম্ভাব্য সব স্থানের তথ্য সংগ্রহ করেছি। নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আজ প্রাক-প্রস্তুতি চলছে। একাধিক চেকপোষ্ট বসানো হয়েছে। মোটর সাইকেল টহল থাকবে। সাদা পোষাকে বিপুল সংখ্যক র্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। থাকবে স্ট্রাকিং রিজার্ভ ফোর্স। তাৎক্ষনিক যে কোনো প্রয়োজনে তাদের নামানো হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, গোয়েন্দা বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন বিভাগের প্রধান কেএম আজাদ, র্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারওয়ার, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/12-04-2016/মইনুল হোসেন