muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বর্ষবরণ অনুষ্ঠানে সরকারি বিধিনিষেধ আরোপ মধ্যযুগীয়: সুলতানা কামাল

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বর্ষবরণ অনুষ্ঠানে সরকারি বিধিনিষেধ আরোপকে মধ্যযুগীয় বলে আখ্যায়িত করেছেন নারী নিরাপত্তা জোটের আহ্বায়ক সুলতানা কামাল। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে পয়লা বৈশাখ ১৪২৩ উদ্‌যাপন নিয়ে নারী নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

সুলতানা কামাল বলেন, সরকার মানুষের ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। অথচ প্রশাসন ঘোষণা করল পয়লা বৈশাখে বিকাল ৫টার পরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না।

সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেন, এ সিদ্ধান্ত মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন এবং সংবিধানকে তাচ্ছিল্য করার প্রয়াস। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, সরকার নিজেদের পিঠ বাঁচানোর জন্য এ পদক্ষেপ নিয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক পদক্ষেপ। কারণ তারা ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিকে সামনে রেখে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইছে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না- এই সিদ্ধান্ত বাতিল, উন্মুক্ত স্থানে নারী-পুরুষের চলাচলের উপযোগী করা, নারীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং নারী নির্যাতনের ঘটনায় অপরাধীকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী ফারাহ কবির, সেলিনা আহমেদ, জাহানারা প্রমুখ।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/12-04-2016/মইনুল হোসেন

Tags: