muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টাইগ্রেসরা

চলমান অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠে গেছে দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন ইয়াং টাইগ্রেসরা। নিজেদের শেষ ম্যাচে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে দিয়া বিশ্বাসের নেতৃত্বাধীন বাংলার বাঘিনীরা।

বুধবার (১৮ জানুয়ারি) বেনোনিতে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পল। এছাড়া দিশা ধিনগ্রা ২০, ইসানি ভাগহেলা ১৭ ও অধিনায়ক গেতিকা ১৬ রান করেন।

বোলিংয়ে বাংলদেশের পক্ষে টাইগ্রেস অধিনায়ক দিশা দুটি ও মারুফা একটি উইকেট শিকার করেছেন।

জবাবে রান তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তারকে নিয়ে উড়ন্ত ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। তবে তাদের ৩৮ রানের জুটি ভেঙে যায় ঝোড়ো ব্যাটিং করা স্বর্ণার ১৪ বলে ২২ রানের ইনিংসে।

স্বর্ণার বিদায়ের ঠিক পরের ওভারে ১৭ রান করে সাজঘরে ফেরেন দিলারাও। তবে রাবেয়া খানের অপরাজিত ১৮, দিশা বিশ্বাস ১০ ও মিষ্টি সাহার ১৪ রানে ১৭.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

সংক্ষিপ্ত স্কোর-

যুক্তরাষ্ট্র- ২০ ওভারে ১০৩/৪ (স্নিগ্ধা ২৬, ধিংগ্রা ২০; দিশা ১৩/২, মারুফা ১৭/১) বাংলাদেশ- ১৭.৩ ওভারে ১০৪/৫ (স্বর্ণা ২২, রাবেয়া ১৮*; আদিতিবা ১৫/২) ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

Tags: