স্পোর্টস ডেস্কঃ- মুস্তাফিজুর রহমানের আইপিএলে জমকালো অভিষেকের দিনে হেরেছে হায়দরাবাদ। বেঙ্গালুরুর ছুড়ে দেওয়া ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের বেশি করতে পারেনি। ফলে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে ৪৫ রানে হার মেনেছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকেই নিজের জাত চেনালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এদিন সানরাইজার্স হায়দরাবাদের অন্য বোলাররা রান দেওয়ার ক্ষেত্রে উদার হলেও একমাত্র ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ।
৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি। ফিরিয়েছেন ডেঞ্জারম্যান ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে। সানরাইজার্সের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মুস্তাফিজ। ওভার প্রতি রান দিয়েছেন ৬.৫০।
তবে অন্যান্য বোলারদের চরম ব্যর্থতায় বেঙ্গালুরু রানের পাহাড় সংগ্রহ করে। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করে বেঙ্গালুরু। ৫১ বলে ৭৫ রান করেন বিরাট কোহলি। ৪২ বলে ৮২ রান করেন ভিলিয়ার্স। ১০ বলে ৩৫ রান করেন সরফরাজ।
২২৮ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করতে সক্ষম হয় মুস্তাফিজের হায়দরাবাদ। ফলে ৪৫ রানে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। সানরাইজার্সের হয়ে ২৫ বলে ৫৮ রান করেন ওয়ার্নার।
ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কোহলি বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে দুই রান নিতে পারলেন। পরের দুটি বলে আরও দুটি রান হয়। কিন্তু শেষ তিন বলে কোনও রান নিতে পারেননি ভিলিয়ার্স। এক ওভারে মাত্র ৪ রান দিয়ে দারুণ সূচনা করেন মুস্তাফিজ।
পাওয়ার প্লের শেষ ওভারে ফের মুস্তাফিজের হাতে বল তুলে দেন ওয়ার্নার। আশিষ নেহরা ও ভুবনেশ্বর কুমারের বলে একের পর এক বাউন্ডারি হাঁকালেও মুস্তাফিজকে সামলাতে পারলেন না ব্যাটসম্যানরা। প্রথম বলে ভিলিয়ার্স কোনও রান নিতে পারেননি। দ্বিতীয় বলে ১ রান। কোহলি এসে একটি চার মারলেও পরের দুই বল ডট। শেষ বলে কোনও মতে এক রান নিলেন কোহলি। প্রথম দুই ওভারে মাত্র ১০ রান দেন মুস্তাফিজ। এরপর ১৮তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফেরান ভিলিয়ার্স ও ওয়াটসনকে। নিজের তৃতীয় ওভারে মাত্র ৩ রান দেন তিনি। শেষ ওভারে দেন ১৩ রান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/13-04-2016/মইনুল হোসেন