মুকিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার অ্যাড্রিয়ান সেন্ট জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২২ বছরের অ্যাড্রিয়ান লন্ডনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলের অ্যাকাডেমির হয়ে খেলতেন।
বিবিসির খবরে বলা হয়েছে, অ্যাড্রিয়ান সেন্ট জন গত রোববার ক্রিনিদাদে এক বন্ধুর জন্য গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন। এই সময়ই একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। তার কাছ থেকে সব কিছু লুট করে নেয় তারা। এরপর অ্যাড্রিয়ানকে গুলি করে পালিয়ে যায়।
অ্যাড্রিয়ানের মৃত্যুকে গভীর শোকপ্রকাশ করেছেন গেইল। সোমবার এক ট্যুইট বার্তায় গেইল লেখেন, এই খারাপ খবর শুনে খুবই মর্মাহত। আমি অ্যাড্রিয়ানের পরিবারকে সমবেদনা জানাই। অ্যাড্রিয়ান অ্যাকাডেমির অধিনায়ক ছিল।
গেইলের অ্যাকাডেমির কর্মকর্তা ডোনেভান মিলার বলেছেন, এই ঘটনা মেনে নেওয়া খুব মুশকিল। একজন ভালো মানুষকে এভাবে কীভাবে হত্যা করা সম্ভব! মিলার আরও বলেছেন, অ্যাড্রিয়ান বড় ক্রিকেটার হতে চেয়েছিল।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/13-04-2016/মইনুল হোসেন