muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বরাদ্দের পরেও যারা আন্দোলন অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার পরেও যেসব শ্রমিক আন্দোলন অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

এছাড়াও বুধবার আন্দোলনরত শ্রমিকদের বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিজস্ব তহবিল থেকে দুই সপ্তাহের মজুরি দেয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এক বৈঠক শেষে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। বৈঠকে পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক, এবং সচিব এম এ কাদের সরকার ও ১৮টি পাটকলের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা আজম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সকল শ্রমিকের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধের জন্য বিজেএমসিকে এক হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় থেকে এ অর্থ পেতে কিছু দিন সময় লাগবে। তাই বিজেএমসির নিজস্ব তহবিল থেকে বুধবার শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি পরিশোধের জন্য বরাদ্দ দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দ দেয়া টাকা হাতে পাওয়ার পর শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করে দেয়া হবে। এ ঘোষণার পর বুধবার থেকে খুলনা অঞ্চলের আন্দোলনরত শ্রমিকদের কাজ শুরুর আহ্বান জানান প্রতিমন্ত্রী। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী মির্জা আজম লেন, “আমরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছি। সবাইকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। কর্মসূচি প্রত্যাহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/13-04-2016/মইনুল হোসেন

Tags: