muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

চৈত্রের শেষ দিনে চৈত্রসংক্রান্তির উৎসব

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- গাছে গাছে ফুলের হাসি ফুটিয়ে, রিক্ত ডালপালায় নতুন পাতার শিহরণ জাগিয়ে, প্রকৃতিতে রূপ-রস-গন্ধ বিলিয়ে চলে গেল বসন্তের মাতাল দিনগুলো। আজ বুধবার, চৈত্রের শেষ দিন; বাংলা ১৪২২ সনের চিরবিদায়।

পুরাতনকে বিদায় ও নতুনকে স্বাগত জানানোর মধ্যবর্তী এ দিন চৈত্রসংক্রান্তির। আজ বাঙালির ঘরে-মনে বর্ষবিদায়ের বিশেষ ক্ষণ চৈত্রসংক্রান্তির উৎসবের আমেজ।

বাংলা বর্ষপঞ্জির শেষ মাস চৈত্র। এর নামকরণ হয়েছিল চিত্রা নক্ষত্রের নামে। ঐতিহ্যের আবাহনে বাঙালি জাতি বছরের শেষ দিনটি দান, স্নান, ব্রতসহ বিভিন্ন মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের ভেতর দিয়ে পালন করে।

ঢাকার আয়োজন : বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিচালিত সংগীত সংগঠন সুরের ধারার আয়োজনে বর্ষবিদায় ও নববর্ষবরণের গানের অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে আজ বিকেল ৪টায় বর্ষবিদায় উৎসবে থাকছে ঘুড়ি ওড়ানো, নাগরদোলা, পুতুলনাচ ও নানা সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া গ্রুপ থিয়েটার ফেডারেশন আজ বিকেল ৫টায় শিল্পকলায় আয়োজন করেছে চৈত্রসংক্রান্তির উৎসব।

শাঁখারীবাজারে চড়ক পূজা হচ্ছে আজ : পুরান ঢাকার শাঁখারীবাজারে প্রতিবছরের মতো এবারও চড়ক পূজার আয়োজন হচ্ছে। স্থানীয় ‘শিব আশ্রয় কমিটি’র উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই পূজা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/13-04-2016/মইনুল হোসেন

Tags: