muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনার বিদায়

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জয় যাত্রা চলছেই। সবশেষ প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে সেলেকাও যুবারা। তবে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

প্যারাগুয়েকে গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে প্যারাগুয়ে প্রথমে এগিয়ে যায়। তবে আট মিনিট পর সেলেসাওদের সমতায় ফেরান স্তেনিও। আর বিরতির পর ৫৫তম মিনিটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন রোনাল্দ ফালকোসকি।

কলম্বিয়ার বিপক্ষে একইদিনে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে আর্জেন্টাইন তরুণরা। তবে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় লিওনেল মেসির উত্তসূরিদের। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন জুয়ান্দা ফুয়েন্তেস।

গ্রুপপর্বে ৪ ম্যাচের ৩টিতেই হেরে আসর শেষ করে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। দলটি ব্রাজিলের বিপক্ষেও হেরেছিল।

Tags: